হেরে গেলাম টুকরো শান্তির কাছে
যেখানে আছে নিশ্চয়তা
আছে আত্ম তৃপ্তি,
আছে যেথায় প্রকৃতির মত একটা মন
পাখির বাসার মত একটা জীবন
স্মৃতির চিহ্ন নেই কোন
নেই পুরাতন কে লালন।
আমি জানতাম কিছু হয়তো
হতে পারে তার মাঝে ছিল আমার আবেগ, অনুভূতি
কিন্তু আমার ভুলটা আমি দেখিনি
আমি ভুল ভেবেছি
তাই মাশুল একাই দিচ্ছি
জানিনা কি সত্যি দেখেছিলাম আমি
কি ছিল আমার দেখাতে।
আমি দেখেছিলাম নিরীহ চাহনি
এক পৃথিবীর সরলতা ভরা একটি মুখ
যে কাওকে ঠকাতে যাইনি
নিজেই ঠকেছে বটে।
ডুকরে, ডুকরে ভেতরে ভেতরে তাই কাঁদছে,
ওকে শক্ত করতে হৃদয়টাকে মেলে ধরেছিলাম
ভালোবাসাহীন পৃথিবীতে ওর মলিন মুখে হাসি ফুটালাম,
আজ ও আমার জায়গাটায় আছে
আমি ঠিক ওর জায়গাটায়।।
===১১.০২.২০২০===