ছাত্র সমাজ দেশের সেবায়
বিপদে এগিয়ে আসে হেসে,
নিজের জীবন বিলিয়ে দেয়
আমার সোনার বাংলাদেশে।
একাত্তরের ছাত্র সমাজ
সাম্য গড়ে ছিলো যাঁরা,
তাড়িয়ে ছিল ভিন দেশীদের
বাংলার শত্রু ছিল যারা।
আজকে কেন বিদ্যা-পিঠের
এমন অরুণ - করুন দশা
দুর্নীতি আর ধান্দা বাজিতে
জ্ঞানের অর্জন নয়তো সোজা!
বই-খাতা আর কলম ফেলে
বিদ্যালয়ে অস্ত্র হাতে হানাহানি,
দল আর দল নিয়ে সব
করছে দিনে রাতে খুনাখুনি।
"হিংস্রতায় ভরিয়ে তুলে তারা
দেশের সেবায় মন নেই তাঁর
ছাত্র নামের সন্ত্রাস যাঁরা"
নিরপরাধ লাশ হয়ে যায়
দেশ সেবায় মেধাবী মুখ যাঁরা।