আবারো এসেছি ফিরে
সে নদীর তীরে!
তোমাকে ঘিরে
স্বপ্ন দেখেছি হাজারো
ওগো স্বর্ণলতা।
নাও গো টেনে
তোমারি বুকেতে
দিওনাগো আর কোন ব্যাথা।
বসন্তের ফুল গুলো সব ঝড়ে যাক
পূর্নতা পাক প্রেম-প্রিতী
আমার মনেতে সংখ্যা জাগে
তোমাকে হারানোর জাগে ভীতি।