সাধু তুমি কোন পথে চলো
ভেবেছো কি কখনো?
সৎ পথে না বিপথে
হদিস পাওনি এখনো।
সাধু তুমি মুখোশ পরে
আর কতদিন র'বে
মুখোশ খুলে বেরিয়ে এসো,
সৎ পথ মিলবে তবে।

_______সাইদুল ইসলাম