ইশান কনে মেঘ জমেছে
বৃষ্টি হবে বৃষ্টি
সবাই মিলে ভিজবো মোরা
হবে টিপ টিপ বৃষ্টি।
মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
করছে আকাশ পানে
কি হবে আজ কোন খানেতে
বৃষ্টি বাদল দিনে,
বজ্রপাতের ভয়ে কৃষক
আঙ্গুলে বর্ষার দিন গুনে।
হঠাৎ হঠাৎ আকাশের ঐ
কেঁটে যাচ্ছে মেঘ
মাঝে মাঝে উঁকি দিচ্ছে
সূর্য মামার রোদ
সবাই মিলে দেখবো মোরা
রোদ,বৃষ্টির খেলা
সকাল সন্ধা বেলা।