মোরা বিদ্রোহী ছাত্র দল
মোরা অতিব চঞ্চল
মোরা সিদ্ধান্তে অঁটোল
মোরা বিক্ষোভি ছাত্র দল
মোদের নেইতো কোন ভয়
মোদের নেই এতে কোন সংশয়
মোরা অধিকার আদায় কারি দল
মোরা বাংলার একঝাঁক তরুনের দল
মোরা অধিকার আদায়ে বের করিবো ক্ষোভ
প্রয়োজনে আবারও মোরা করিবো বিক্ষোভ
মোরা যে বিদ্রোহী ছাত্র দল।
বি:দ্র:কবিতাটি পুরোনো ঢঙ্গে লেখা।