বৃষ্টির পানিতে ভিজলে মনে হয় জীবনের অফুরন্ত আনন্দ এখানেই লুকিয়ে আছে।অথচ এই পানি দূষণ করে আমরা নিজেদের কে দিন দিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি।
নদী ও খাল বিলের পানিতে আজ জীবাণু কিলবিল করে।পানিতে নামতে চাইলে গা শিহরে ওঠে।
কেমিকেল আর আধুনিক শিল্পের ময়লা ফেলার জায়গা হিসেবে বেছে নিয়েছে নদী নালা গুলোকে।
এখন তো নিত্য নৈমিত্তিক ঘটনা পানি দূষণের ফলে হাজারো নারী-পুরুষ ও শিশুরা প্রাণ হারাচ্ছে দিনে দিনে।
শুধু পানি বাহিত রোগ না বায়ু দূষণের কারন ও আমাদের আধুনিক সমাজের চাহিদা ভিত্তিক শিল্প।
আমরা যতটা না সচেতন তার থেকে বেশির ভাগই অঙ্গ তার অভাবে ভুল পদক্ষেপ গ্রহন করি।নিজের
দেশ ও জাতিকে বাঁচাতে পুরো মানব জাতিকে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছি। কারন একটাই আধুনিকতা, আসলেই কি?আমরা আধুনিকতার নামে দূষণ নামক রোগ টা সঙ্গী বানিয়ে নিচ্ছি।
হাটে বাজারে আজ যে দূষণের মেলা বসেছে।