মায়াবী সুখে আজ
নেই যে মায়া,
মানুষ খুজঁতে গিয়ে
খুজেঁ পাই ছায়া-
এতো ছায়ার মাঝে -
কে যে আসল,কে যে নকল
বুঝা বড়ই মুসকিল
তবুও
এভাবেই চলেছি পথ..!
বিভিন্ন পথের 'ভিন্ন ভিন্ন মতে
ভেঙ্গে যায় অংগীকার-শপথ...!!