হে গুরু শিক্ষা দিয়েছো পৃথিবীতে চলিবার কৌশল
পেয়েছি তোমার কাছেই সত্য পথের দিক্ষা
কেমনে থাকিবো বলে দাও তুমি?
এ পথে সদা অবিচল।