আমি অবহেলা অবঙ্গায় নিভৃতে নিরুপায়
চেতনার মূলে আমি মুর্ঝে যাওয়া এক প্রান
অতিষ্ট জীবনে তেষ্টা মিটানো জল
পাওয়া কি যাবে তোমার কাছে?
নির্ভয়ে প্রিয়া
নিরুপায় আমি বলো।