মাঝ রাতে বসে আছি
দুরে কোথাও যাবার জন্য।
ভেবোনা মৃত্যু কামনা করছি কিংবা গোলায় দড়ি দেবো, ভেবোনা নিজেকে শেষ করে দিয়ে তোমাকে উন্মক্ত করে দিবো মায়ার বাঁধন থেকে।
আমি রাতের তারা গুলোকে জ্বলতে দেখি প্রতিরাতেই।
তাইতো নির্জনে বসে একলা অবলকন করতে চাই অপরুপ দৃশ্য।
নির্জনতা আমার খুব প্রিয়।
তাইতো আমি সবাইকে বলি
আজ আমি নিরুদ্দেশ
বিদ্দেশহীন পথ যাত্রী।