নীলপরী চিঠি লিখেছি তোমারী নামে
চিঠি পাঠালাম অজানা ঠিকানায়,
গোলাপের সুগন্ধ জোড়ানো সাদাখামে।
খুঁজে নিও, বুঝে নিও আমার প্রেম
কতটা তোমায় ভালোবাসি
করি যে সকাল সন্ধা তোমারী ধ্যান।
আমার প্রতীক্ষার অসমাপ্ত দিন
পথ চেয়ে বিবর্ণ হয়ে যায়
শুকনো পাতার মতো ঝড়েতে উড়ায় 
সেই প্রিয় মুখ যদি হাসি না ছড়ায়।
জোছনার রঙে রাত প্লাবিত না হয়
বাঁধভাঙা উচ্ছ্বাস আমাকে না ডুবায়
চাঁদ যদি না হয় উদয়।
কোন চিঠি সাদাখামে
ডাক-হরকরা পড়ন্ত বিকেলে
ফেসবুক শতবার খুঁজে না পেয়ে
আশাহত বুকে ফিরে আসে।
তা হলে যাবার আগে
পরিযায়ী পাখি
ভ্রমান্ড সঞ্চারী
লিখে যেও ঠিকানা
আকাশের গায়।
বাতাসের কানে বলে যেও
যেন উড়ে চলে যায়
সেই দেশ সেই গায়
তোমারে খুঁজিতে
সেই মেঘালয়।
প্রিয়তমা-যাবার আগে
আমাকে বোলো না কোন কিছু
বলে যেও হৃদ-স্পন্ধনের কাছে
বলে যেও কখনো খুঁজোনা আমারে
নাম ধরে ডেকোনা প্রিয়ারে।
মেঘের কাছে গিয়ে বোলো
কোন নারী-মিষ্টি ষোড়শী
কোন দিন পৃথিবীর পরে
কখনো ছিল না কেউ
শঙ্খিনী নামে।
নীলপরী চিঠি লিখেছি তোমারি নামে
অজানা ঠিকানায়।