মোর ডাক শুনে এসো হে নবিন
এসো হে প্রবিণ
মিলে মিশে করি কাজ
কলমের খোঁচায় দেশকে গড়ি
হারি জিতি থাকিবেনা কোন লাজ
অন্যায়কে দেখে বিদ্রোহ করি
শত্রুকে দেখে ভয় না পাই
মোরা যে বীরের জাতি
নবিন -প্রবিণ মিলে মোরা
করিবো শ্রম, এই দেশে
আনিবো সুন্দর প্রভাতি।