স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
তুমি কি সেই স্বাধীনতা?
যে স্বাধীনতার জন্য যুগে যুগে দিয়ে গেলাম প্রান।
তুমি কি সেই স্বাধীনতা?
যে স্বাধীনতা জন্য লক্ষ প্রান উৎসর্গ করলাম-
এদেশ মাতার জন্য।
হে স্বাধীনতা তুমি বলে দাও, তুমি কি সেই?
যদি তুমি হয়ে থাকো
"৫২র ভাষা শহীদের লক্ষ, যদি তুমি হও ৬৯এর গনঅভ্যুত্থানের দিক নির্দেশনা, যদি তুমি হও ৭১এর লক্ষ্য প্রানের বিনিময়ের অর্জন"
তবে কেন আজ এদেশেতে
ভিনদেশিদের এতো গর্জন।
স্বজাত ভাইয়ের হাতে প্রতিদিন মরছে হাজারো নিরীহ মানুষ, লুন্ঠিত হচ্ছে মা-বোনদের সমভ্রম
রাস্তার ধারে কেন?পড়ে থাকে ক্ষত বিক্ষত তরতাজা লাশ।
তুমি বলে দাও হে স্বাধীনতা
আজ আমাদের কন্ঠ কেন বাঁকহীন
কেন শহীদ হয় স্বজাত ভাইদের হাতে
বীর বাঙ্গালি সেনা।
কেন মারা যায় প্রতিদিন ক্ষুধার্ত মানুষ।
তোমায় পাবো বলে সুখে থাকার স্বপ্ন বুনেছিলাম
সে স্বপ্ন আজ দেখতে পাইনা,
তোমায় দেখতে চাইলেই কেন?
বেরিয়ে আসে দু-চোখে জল
ভয়ে থাকি কবে জানি আমাদের বাসাতেও
হানা দেয় নর পিশাচের দল।
তুমি বলে দাও হে স্বাধীনতা
ভয়ে ভয়ে কেন আজ কাঁটে আমাদের রাত-দিন।
স্বাধীন হবার পরেও কেন?
আমরা আজ স্বাধীনতা হীন।