তুমি এসে ছিলে নির্জনে
আমার জীবনে বয়ে দিয়ে ছিলে
উত্তাল নদীর স্রোতের তৈরি সাদা ফ্যাপন।
এখন তো আমি আর কিছুই দেখিনা
শুধু দেখি তোমার অবহেলার অবিবেচক সৌহার্দ।
আমি একলাই পথ চলার শপথ নিয়েছি
ধিক্কার জানাই তোমার মিথ্যে প্রলুব্ধ ভালোবাসার
যেখানে নিমিশেই লোহার মতো জং ধরে যায়।
তুমি রবির বারতা দিয়েছিলে
চাঁদনি রাতের জোনাকির আলো দেবে বলে
প্রতিশ্রুতি দিলে ক্ষনে ক্ষনে
তবে কেন? অবিবেচক নয়নে তাকাও আমার পানে।
নদীর স্রোতের ন্যায় জীবনের গতিকে
বদলে ফেলো বারেবার।