কত যে লিখেছি কবিতা,
বিরহের ছড়া ও গান
নিয়ে অতীতের হাজারো স্মৃতি
আজ সেগুলো বড়ই পুরনো
কেন সব কিছু হয়ে যাচ্ছে ম্লান।