আমি চাইনা হতে প্রিয় কবি
চাই না হতে গ্রামের মহাজন
হতে চাই বার বার আমি তোদের আপন জন
তাই ঘুরে ফিরেই আসি এ বাংলা কবিতার তরে
হতে চাই তোদের ব্যক্তি প্রিয় ভাজন
তোরা ভাববি কি আমায়?
অতি আপন জন।