ভাবি আমি তোমার কথা
ক্ষনে ক্ষনে প্রতি ক্ষনে,
হঠাৎ করেই প্রিয়া
দোলা দিয়ে যাও
''তুমি''
আমার মনের কোনে।
ভাবি আমি তোমার কথা
সকাল-সন্ধা প্রতি ক্ষনে
হিমেল হাওয়া বইছে দেখো
ঐ যে কাঁশবনে,
হেলে দুলে নাচছে ফুল গুলো
নিরালায় নির্জনে
দোলা দিয়ে যাও প্রিয়া
''তুমি''
আমার মনের কোনে।