চারপাশে ময়লার ছড়াছড়ি সেখানেই ঘুরছে কয়েকটা নেড়ি কুত্তা। দুর হো ছেই ছেই, গা থেকে বের হচ্ছে অসহ্য দূর্গন্ধ।
কিবা আছে তাদের করার, মানুষ নামের পশুদের লাল ফিতার দৌরাত্তে আজ তারা জর্জরিত।পরনে জামাটাও ছেড়া,নারী পুরুষ নেই ভেদাভেদ খাবার জুটেনা দুবেলা।
ঠিক তাই আমাদের চারপাশটা ঠিক মতো দেখলেই বুজতে পারবো আমি কাদের কথা বলাম।অসংখ্য মানুষ আছে যারা ঠিক মতো খাবার পায় না পরনের জামা নেই।
আর ক্ষমতার বলে মন্ত্রী মহোদয় বিদেশে যান রাজকিয় ঢংগে।
বাদ্মবাজনা আর রোবটিক আয়োজন করতে খরচ করতে তাদের গায়ে লাগেনা!তবে গরীব অসহায় দের সাহায্য করতে দ্বিধাবোদ জন্মায় তাদের মনে।
আর কত বছর পরে এদের জীবনের মান উন্নয়ন সম্ভব হবে।কবেই বা মনের মধ্যে সহানুভূতি জন্মাবে ঢংঙ্গি নেতাদের মনে।
এদের জায়গা হয়না কোন রাজকিয় হোটেলে
না পারে ঠেংয়ের উপরে পা তুলে বসতে ঠাই নিতে হয় রাস্তার ধার কিংবা ময়লার স্তুপের পাশে। ঠিক জেন নেড়ি কুত্তাদের মতো,
তাইতো আবেগে নিজের বিবেক বিবর্জিত হয়ে বলেই ফেলি ছেই ছেই দুরহো তোরা তো নেড়ি কুত্তা,তোদের ঠাঁইনেই এই সমাজের মাঝে।