আমি ধুঁলোমাটি খেলেছি
শৈশব থেকে কৈশর
এবার হেঁটে হেঁটে
যৌবনের পথে চলা
তবুও আমি খেলি ধুঁলোমাটি।
যৌবন এলো বুজতে পারছি সব কিছু
ঙ্গান,বুদ্ধি বাড়ছে ধিরে ধিরে
অসংখ্য মানুষিক চাপ বৃদ্ধি পাচ্ছে
সেই সঙ্গে নির্যাতনের সংখ্যাটা ও বাড়ছে।
আমি ধুঁলোমাটি খেলা ছাড়তে চাই না
বসতে চাইনা বিয়ের পিঁড়িতে
স্বাধীনতা হারাতে চাইনা কোন দিন
খেঁলতে চাই ধুলোমাটি প্রতিদিন।
____________ সাইদুল ইসলাম