আজ দৃয় সত্যের নেই কোন দাম
একদিন দিতে হবে এর প্রতিদান,
হে স্বদেশ
এ কথা আবারও তোমায় জানালাম।
কেউ কি জানো পৃথিবী উঁঠেছে কেঁপে,
ছাত্র জনতা বিপ্লবীরা গিয়েছে ক্ষেপে।
আজ সত্য নয় মিথ্যেরা দিচ্ছে হাত ছানি,
ধর্যের ফল সুমিষ্ঠ হয় তা আমরা সবাই জানি।
বিপ্লবী মন আবারো উঁঠবে জেগে
মিথ্যের ভীত যাবে যাবেই তখন কেঁপে।
আজ বিদ্রোহী মন,তোমরা করনা মানা;
দেব প্রেম আর পাবো কলসীর কাণা?
এভাবে আর কতদিন নিশ্চুপ থাকা চলে?
দিতে হবে যোগ বিপ্লোবীদের দলে।
মিথ্যের কুয়াশা কাটছে, কাটবে আজ নয়তো কাল
ধুয়ে মুছে যাক, আছে যত জঞ্জাল।
নেই অমরত্তের কোন লোভ,
রেখে যাই,রেখে যাই আজকের বিক্ষোভ।
বি:দ্র: মধ্যের একটি লাইন ওনলাইন থেকে নেওয়া।