জানি কোন একদিন চলে যাবো
না ফেরার দেশে,
এ মনের সব জমানো ব্যাথা গুলো সঙ্গে করে।
জানি কোন একদিনের কথা ভীষন ভাবে মনে পড়বে তোমার
পাশাপাশি চলা নতুবা হাতে হাত রেখে পথ চলার কথা।
মনে পড়তেও পারে
একলা নির্জিব বসে থেকে
দুচোখের অশ্রু ঝড়ানোর কথা টুকুও
কাছে পাবার আকুল আবেদন টুকু না হয় বাদই দিলাম।
অবাক হলে বুঝি?হবেই তো
ভালোবেসে সীমানা লঙ্ঘন করেছিলাম যে
তোমার দুচোখে ভালোবাসার স্বপ্ন বুনেছিলাম
সে স্বপ্ন যে পুরোন করতে পারিনি।
নিজের প্রতি ঘৃণা জন্মে গেছে প্রিয়সি
তাইতো এ ব্যকুল কন্ঠে বলে উঠতে হলো
জানি একদিন তো চলে যাবো
না ফেরার দেশে।
সেদিন হয়তো আর তোমার
কোন অভিযোগ থাকবেনা
থাকবেনা কোন ধরনের চাহিদার আগ্রাসন দেখবোনা কাছে পাবার আকুলতা
শুধু দেখতে পাবো তোমার অশ্রু শিক্ত নয়ন দুটি।
জানি একদিন চলে যেতেই হবে এভাবে
তোমার পাশ কাঁটিয়ে
এক বুক যন্ত্রনা সঙ্গে করে।