আজ চুপটি করে চলে যাবো
হারিয়ে যাবো কোন এক অজানা পথে
      কেউ জেন খুঁজে না পায়
আমি আছি কোন দুঃখেরি রথে।