সম্পর্ক দেখা যায় না চোখে
থাকে শুধু মুখে মুখে।
রক্তের সাথে রক্তের বন্ধন
হয়ে যায় তারা আপনজন।
আত্মার সাথে মিলে আত্মা
গড়ে উঠে আত্বিয়তা।
দেখি নাই চিনি নাই কোনদিন যাকে
তিন শব্দে হয়ে গেল অর্ধাঙ্গী সে।
একই দেহে দুটি প্রাণ
পৃথিবীতে এসে হয় সন্তান।
মমতার ছায়ায় বড় করল যে
মা বলে ডাকি তারে।
বিনা সুতায় যে সম্পর্ক
স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক।