দু চোখে যা দেখি রে
মানুষে ভরা শহরটাতে।
পিচ ঢালা এই পথটাতে
গাড়ি দাঁড়িয়ে আছে
সিগন্যালের অপেক্ষাতে।
ইট পাথরের দালানে
মানুষ বাস করে
ছোট্ট ওই ঘরেতে।
লাল নীল রঙের বাতিতে
চেনা মানুষ
অচেনা হয়ে যায় আলোতে।