কষ্টের নীল বর্ণ তীর্যক আকারে
গেঁথেছে বুকের মধ্যে
ঝাপসা চোখে অন্ধকারে
হতাশার চোরাবালির মধ্যখানে।

স্তব্ধ ধরণীতে দৃষ্টির সীমানাতে
খুঁজে বেড়ায় মানবের পদচিহ্ন
চৈত্রের প্রখর রৌদ্রতে
মাটি বুকফেটে চিৎকার করে
ডাকিতেছে বৃষ্টিকে।

আঁধার রাতে চেরাগের আলো
নিভু নিভু করছে হিমেল হাওয়াতে
খাঁচার পাখি তাকায় আকাশের দিকে
মুক্তবিহঙ্গে উড়বে একদিন ডানা মেলে।