বন্যার পানি এলো ঘরে
সন্তানেরা কেঁদে মরে
একমুঠো খাবার নেই ঘরে।
চারো দিকে অথৈ পানি
বৃষ্টি পরছে সারাদিন
ঘরে নেই আলো
গরু-ছাগল গুলো
কোথায় হারালো।
ভাইসা গেছে ঘরবাড়ি
নিঃস্ব করে দিলো রে
বানের পানি।
আপনজন গেছে হারিয়ে
কেঁদে কেঁদে যাচ্ছে
চোখের পানি শুকিয়ে
কখন আসবে ফিরে
লাশ হয়ে এলো ফিরে।
চোখের পানি বানের পানি
মিলে হয়েছে এক
লাশ মাটি দেওয়ার জায়গা
খোঁজে তোরা দেখ।
গরীব-ধনী একইসাথে
ক্ষুধার জ্বালায় থাকে তারা
ত্রাণের অপেক্ষাতে।
চল ছুটে যাই
বানের জলে ভেসে যাওয়া
মানুষের পাশে গিয়ে দাঁড়াই।