বাক্সে আমার কেঁচো আছে
মাটি খুঁড়ে তোলা,
বড়শিতে তা গেঁথে দিলাম
সঙ্গে ছিল ভোলা।
বলল ভোলা রাজন রে তুই
আমায় সাথে নে,
একটি ছিপ তোর কাছে থাক
একটি আমায় দে।
নড়ছে না টোপ তাকিয়ে আছি
ঘণ্টা চারেক হোল,
মালি চাচাও অবশেষে
অন্য দিকে গেল।
ভোলা যদি আসতো সাথে
দেখত মালি চাচা,
চেঁচিয়ে বাড়ি ছুট লাগাত
বলতো ওরে বাঁচা।
তেতুল গাছের নিচে বসে
ভাবছি ভোলার কথা,
ভয় দেখাল কতো কি যে
বলেছি, 'দূর যা তা।'
'রাজন আমায় বিশ্বাস কর
নয় রে মিছে কিছু,
যাস যদি তুই দীঘির পাড়ে
মালি নেবে পিছু।
মালি যদি না দেখে তো
জলে আছে ষাঁড় ,
ধরবে টেনে একলা পেলে
মটকে দেবে ঘাড়।
তেতুল তলায় বসবিনা তুই
সাবধান করলাম,
শাঁকচুন্নি পেত্নি গাছে
শুনেছি বললাম।
হেঁড়ে গলায় ধমক দেবে
কাঁদবে নাকি সূরে,
কখনও বা চমকে দিয়ে
হাসবে হিঁ হিঁ করে।
ওরে রাজন দোস্তো রাজন বন্ধু রাজন
যাসনে কভু একা,
সঙ্গে আমায় নেরে পাগল
পাগলামিটা ঠেকা।'
আমি বলি, 'ভোলা রে তুই
মিছেই করিস ভয়,
তোর জন্যেই পণ্ড হবে
আমার মনে হয়।
তুই হলি রে ভয়ে ভিতু
সাথে নিলে তোরে,
একটু কিছু দেখলে বেতাল
ভয়েই যাবি মরে।
হয় মাছ ধরাটা শিকেয় তুলে
পালাবো জান নিয়ে,  
নয় মালির কাছে পড়লে ধরা
বাঁধবে দড়ি দিয়ে।
    --চলবে......।