ভালবাসার গোলাপটি আমায় দেখাও
আমি জুড়িয়ে নেব আমার চোখ ।
ভালোবাসার পাখিটি আমায় চেনাও
আমি শুনব তার মধুর সূর ।
ভালোবাসার গান আমায় শোনাও
গুন গুনিয়ে গাইবো রাত্রি দিন ।
ভালোবাসার তারাগুলো আমায় দেখাও
আমি রাতভর জেগে দেখবো ।
ভালোবাসার সেই কথাটি আমায় বল
যে কথায় মন ডুবে যায় সমুদ্র সম ভালোবাসায়।
ভালোবাসার সেই ক্ষণটুকুর কথা আমায় বল
যখন আলোকিত দিনটি আরও আলোকিত হয়ে যায়।
রক্তিম গোধূলি হয়ে যায় আরও টূক্টূকে লাল।
মায়াবী সন্ধ্যা ধীরে ধীরে হয়ে যায় শিহরিত রাত।
তারাভরা রাতে জোছনার উথাল পাথাল আলো।
পাগোল করে দেয় প্রেমিক মন ,
ভালোবাসায় ব্যকুল হয়ে আকূল মিনতি ।
সেই মোহ মায়াময় অভিলাষী অভিনব ক্ষণটুকুতে ,
জোছনায় মূখূমূখী চোখেচোখে ভালোবাসার নকশী কাঁথার বুনন ।
কিন্তু আমায় বোলোনা --
কে সেই জন --
যে ভালোবাসার হাত বাড়িয়ে ,
আসবে কাছে প্রেমের সাত রঙ নিয়ে ।
আর কতো প্রেম কতো কথা কতো ক্ষণ কতো ভালোবাসা ,
কিছুক্ষণ দূরে থাকা কিছুক্ষণ দূরভাষ কিছুক্ষণ কাছাকাছি আসা ।
একদিন ঘূম ভেঙে যদি দেখি সবই ছিল মিছে ।
এরপরও বল আমি পারবো কেমন কোরে
তার, ভূলে যাওয়া সে শপথ ,তার অবহেলা
প্রিয় থেকে প্রিয়তম ছিলাম যে কোনদিন
সইবে না আজ এ হেলাফেলা ।
তাই প্রেম নয়,নয় ভালোবাসা খূব ভালো এই একেলা।