স্রষ্টা তোমার সকল সৃষ্টি
করেছ সৃজন সজতনে
মনের মাধুরী মিশিয়ে গড়েছ
দূর অজানায় নির্জনে ।
ভেবেছিলে তুমি তোমার সৃষ্টি
অবনত হবে ,হবে প্রতিনিধি,
কোমল বিনয়ে একাত্ম হয়ে
মানবে তোমার বিধান বিধি ।
এই পৃথিবীতে নির্দোষ করে
পাঠিয়েছ তুমি তোমার সৃষ্টি ,
সকলেরে তুমি দিয়েছ মেধায়
নতুন জ্ঞান, ললিত কৃষ্টি ।
তুমি চেয়েছিলে ভাতৃত্তের বন্ধন হবে খাঁটি ।
তুমি চেয়েছিলে জীবন চরিত হবে প্রভা পরিপাটি ।
তোমার সৃষ্টি আজ করে দেখ
হানাহানি মারামারি ,
আমি আমি বলে চিৎকার করে
অতিশয় কাড়াকাড়ি ।
নিষ্পাপ সব শিশু বড় হয়ে
ভাগ হয় লাখো দলে,
একে অন্যেরে অনাদরে চায়
পিষে দিতে পদতলে।
কি তুমি চেয়েছ আজ কি হয়েছে
কোথা আছে সেই জন,
কোথা আছে সেই কল্যানময়
কোথা সে সুশিল মন।