"" ভুলে যাও অতিতের যত ভুল ""
বেগম সেলিনা খাতুন
নাইবা ভালো বাসলে আমায়
চোখ ফিরে নিওনা অসময়
ঐ চোখে চোখ না রাখিলে
জল গড়ে নয়ন তীরে।
বেসেছি ভালো অনেক বেশি
তাইতো চোখে ঝাপসা দেখি
ভালো যদি নাই বাসো
লিখবোনা কবিতা আর কখনো।
ভালো বাসার পংতিমালা
হৃদয় সাগরে করে খেলা
শস্যের মাঠে শ্রাবণের বর্ষণ
নরে উঠে প্রাণের স্পন্দন।
ভুলে যাও অতিতের যত ভুল
স্মরণ করে নিও সকল গুণ
অনায়াসে অনুভূতিতে উঠবে জেগে
দু'জন দু'জনার প্রিয় কতো যে।
এসো হাতে হাত রাখি
ফুটুক আবার গোলাপ কলি
হৃদয়ের খরায় হোক বর্ষন
ফুটুক জুঁই চামেলী যখন তখন।