*** বসন্তের আগমনী ***
বেগম সেলিনা খাতুন / 25/02/2020
বসন্ত এসে গেছে ফুটেছে কৃষ্ণচূড়া,পলাশ, শিমুল।
তোমার ওষ্ঠোদয়ের হাসিই বলে, প্রজাপতি আসতেও করেনি ভুল।
ফুল ফুটেছে বাগানে, ফুল ফুটেছে মনের কাননে,
ঝরবে শিউলি, ঝরবে বকুল প্রজাপতি বিহনে।
তুমি এসেছো বলেই, অভাব বুঝিনি বসন্তের,
দিয়েছো তুমি উপহার, রাঙা পায়ের শব্দ নূপুরের।
বর্ষার অপেক্ষায় আছি, ফুটবে কদম কেয়া যে,
আনবো তুলে কদম, দেবো তোমার খোঁপাতে গুঁজে।
খুঁজোনা তুমি কৃষ্ণচূড়া,পলাশ শিমুল,
খুঁজো তুমি আমাকে!আমি যে তোমার দূরন্ত ফাল্গুন।
ঋতুরাজ বসন্তে গাছে গাছে, নতুন পল্লবে পল্লবে ভরপুর,
তোমার ওষ্ঠোদয়ে দেখি, বসন্তের কোকিলের কুহু কুহু সুর।
বসন্তের শেষ বিকেলে ঝিরঝিরে ঠান্ডা হাওয়ায়,
আমরা দুজন বসে থাকবো সবুজ তৃণলতায়।
তোমায় পেয়ে ধন্য আমি, বিদায় দিলাম বসন্তের,
গ্রীষ্মকে আমন্ত্রণ জানাই ঝাঁঝালো দুপুরে ।
মাটির দাওয়ায় শীতল পাটির আসনে,
তাল পাখাটা ঘুরাও যখন তুমি হাতে নিয়ে।
গ্রীষ্মের রুক্ষতা দুর হয়ে যায় অনায়াসে,
ভালোলাগা ভালোবাসা দোল খায় হৃদয়ে।
গ্রীষ্মের তৃষ্ণা মিটায় মাটির ঘড়ার জলে,
নদীর জল শুকিয়ে যায়, তুমি থাকো পূর্ণ জলাশয়ে।
আকাশে নেই এক খন্ড মেঘ, আঙ্গিনায় মেঘ হয়ে আছো তুমি,
লেবু পাতা আর তরমুজের ঘ্রানে ভরিয়ে রেখেছো বনভূমি।