“ভালোবাসার বিরহ”

                                     বেগম সেলিনা খাতুন
                                                        ১৫/৯/২০১৮


তুমি স্রোত বিহীন শান্ত নদী ও নীলিমা,
তোমার মনের মাঝে বইছে নদীর কল্লোলের মহিমা।

তুমি শীতের সকালের ঝিরঝিরে হীম বাতাস,
জড়িয়ে রাখি তোমায় প্রতিটি দিন প্রতিটি মাস।

তুমি শ্রাবনের আকাশ, যেন বৃষ্টির ঝরনা ধারা,
তোমায় নিয়ে লিখি ভালবাসার গল্প, কবিতা-ছড়া।

তুমি শিশির ভেজা আলো আঁধারের ভোর,
তোমার দু’চোখ ভরা জল, ভরা নদী, স্নিগ্ধ সরোবর।

তুমি কৃষ্ণচূড়া, মাধবীলতা, কোকিল ডাকা সকাল,
তোমারই জন্য ব্যাকুল হৃদয়, তৃষ্ণার শীতল জল।

তুমি সবুজ স্বপ্নময়, তোমার হৃদয়ে আছে
সবুজের উদ্যান,
তোমার স্নেহ পেলে, দাঁড়াতে পারে এই ভেঙ্গে
পড়া জীবন।

তুমি আষাঢ় শ্রাবনের ভরা নদী,
আমার ভালবাসা তোমার প্রতি আছে নিরবধি।

তুমি মধ্য রাতের নিঝুম পরিবেশ,
তোমায় নিবিড় ভালবেসে জীবন করেছি শেষ।


তুমি মেঘলা আকাশ, ঝুম ঝুম করে ঝরাও বৃষ্টি,
চুরমার কর তুমি, আবার কর সৃষ্টি।

তুমি দাও তোমার হাত দু’খানা বাড়িয়ে,
এই স্বপ্নহীন জীবন, স্বপ্নময় হোক তোমার স্পর্শ পেয়ে।

তুমি দাওনা ধরা, ভেসে বেড়াও একলা,
আমার বাসনা জাগে হৃদয়ে, নতুন পৃথিবী গড়বো দুজনে।