অজস্র ভালবাসায় ভরিয়ে রেখেছি, তোমার জন্য সাম্পান,
সেই ভালবাসা ঢেলে দিতে চাই, যদি দাও তোমার হৃদয়ে স্থান।
যদি দাও অনুভূতি ভরা একটি হৃদয়, দাও ভালবাসার আলোছায়া,
যদি দাও সরলতায় ভরা একটি মন ,হৃদয় ভরা মায়া।
তোমার ঐ ডাগর কালো আখি বলে দেয়, আমায় ভালবাসা কত!
আমি জানি ঐ মায়াবী চোখ দু’টিতে আছে, আমায় নিয়ে তোমার কত স্বপ্ন।
তোমার দু'চোখের জলকনায় ভাসিয়ে দিয়েছো ভালবাসার বন্যা,
আমি তোমার চোখের ভাষা বুঝি, তুমি যে আমার অনন্যা।
তুমি বলেছিলে,
তোমার ভালোলাগে গোধুলী লগ্নে, নীড়ে ফেরা পাখির কিচির মিচির শব্দ,
ভালোলাগে, ভোরের স্নিগ্ধ আলো, ঝরা ফুলের গন্ধ।
ভালোলাগে পূব আকাশে, আবীর ছড়ানো রক্তিম সূর্যদয়,
ভালোলাগে শিশির ভেজা, কুয়াশায় মুড়ানো হীমালয়।
আমি তোমায় বলেছিলাম,
মন উজার করে হাসতে আমার ইচ্ছে করে,
যখন বসে থাকি একা।
তোমার হৃদয় খানি বিলিয়ে দিয়ে,
আমার হৃদয় করেছে ফাঁকা।
আমার দুঃখে যখন দুঃখিত হও,
ফেলাও দু'ফোটা চোখের জল,
শরমে হয়তো মাথার ঘোমটা খানি বাড়িয়ে
মুখটি আড়াল করে নাও।
শুভ নববর্ষ- ২০১৯
সফল হোক, প্রতিদিন প্রতিক্ষণ,
ভালবাসায় ভরে উঠুক সবার জীবন।