গভীর রাতে সেদিন হঠাৎ বেজে উঠলো নিথর টেলিফোন,
রিসিভ করবো কি করবো না ভাবতে ভাবতে বন্ধ হলো রিংটোন।
আবারো বাজবে ভেবে অপেক্ষায় বসে রইলাম কিছুক্ষণ,
রিংটোনের শব্দশুনে দৌঁড়ে গিয়ে রিসিভ করলাম টেলিফোন।


মৃদু স্বরে ও পাশ থেকে ডাক নামটি ধরে ডাকলে যখন,
পৃথিবী সমান ভালবাসা আমায় করিলো আলিঙ্গন।
শুনতে শুনতে কখন যে শেষ হলো তোমার আলাপন,
ছেড়ে দিয়ে রিসিভার উল্লাস মেতে উঠলো আমার মন।


আজ আমার পৃথিবী আমায় দিল আকাশ ভরা আলো,
মনের যত দুঃখ, কালিমা শেষ করে বেসেছো আমায় ভালো।
কানায় কানায় ভরে দিয়েছ শিউলী ফুলের সুবাসে,
আজ আমার ভালবাসা ছড়িয়ে গেছে উষার নীল আকাশে।


তোমার সাথে আমার ফোনে আলাপ চারিতায়,
কথা বলতে আড়ষ্ট হয়ে, ভাষা ভুলে যাই।
ভালবাসার অনুরাগে আটকে দেয় আমার ভাষা,
তোমার কথা শুনতে, ব্যাকুল হয়ে ওঠে মনটা।


এই বুঝি জীবনে প্রথম ধরলাম কারো টেলিফোন,
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আটকে যায় হৃদয়ের স্পন্দন।
বলতে গিয়ে বলা হলো না, তবু তুমি করলে আমার মন হরণ,
আশায় রইলাম, হয়তো আবারো বেজে উঠবে রিংটোন।