"" ভালোবাসার পাখি ""
বেগম সেলিনা খাতুন

আয়না পাখি আমার ঘরে
বেঁধে তোরে রাখি।
মধুর সুরে গান শুনে
আমিও হবো পাখি।

তোর সুরে পাগল হৃদয়
জলে ভরে আঁখি।
শেষ বিকেলে বৃক্ষ শাখে
করিস ডাকা ডাকি।

সাজ সকালে সুর বিহনে
তোরে ছাড়া থাকি।
তোর কলরবে মিষ্টি আলো
পারেনা দিতে ফাঁকি।

গল্প শুনে অল্প অল্প
ভালোবাসিস যদি।
তোর গল্প শুনতে শুনতে
হয়ে যাবো নদী।

তোরে কেন ভালোবাসি
শুধুই আমি জানি।
মনের দামে কিনেছি পাখি
মনদাও এখন তুমি।