ভালোবাসা দিবস, এটা আবার কী ? ১৪ই ফেব্রুয়ারি!
মনের মানুষটাকে ভালোবাসা জানাতে হয়ে গেলে একটু দেরি।
বিশেষ মানুষটিকে ভালোবাসার কথা বলতে মনটা হয় ব্যাকুল,
প্রথম দেখায় কীভাবে ভালোবাসা জানাবো, হাতে আছে শিমুল ফুল।
আম্রফুলে সুবাস ছড়িয়েছে, শিশির ভেজা সকালে,
আজ ভালোবাসা জানাবো, হৃদয়ের সবকটি দুয়ার খুলে।
উষার আলোয় বের হলাম লাল শাড়ী পড়ে! গোধূলী নামলো,
কিন্তু তাহার দেখা মিললনা, কোথায় যে হারিয়ে গেলো!
১৪ই ফেব্রুয়ারি ফুটেছে পলাশ, শিমুল আগুনরঙ্গা কৃষ্ণচূড়া,
বাংলার রমণীকুল, পড়েছে লালশাড়ি,
জানাবে আজ প্রাণঢালা ভালোবাসা ।
জীবনের ক্ষণে ক্ষণে যেন হয় ভালোবাসা সৃষ্টি,
ভালোবাসা ছাড়া পৃথিবী অচল,
ভালোবাসা স্বর্গীয় সুখ, যেন না হয় কোনো অনাসৃষ্টি।
১৪ই ফেব্রুয়ারী শিশির ভেজা মাটির দাওয়ায় বসে
ফালগুনের আমেজ নিয়ে আছে, বাংলার রাজ কন্যারা যে,
আগুনরঙ্গা কৃষ্ণচূড়ার ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু সুরে,
আদরের ডাকটি শুনতে পাচ্ছে না, প্রিয়া যে আছে বহুদূরে।
আমরা চাইনা দিবস, চাই জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা,
যে ভালোবাসা হৃদয় স্পর্শ করে, থাকে প্রাণ ঢালা শুভেচ্ছা।
ভালোবাসা মানেনা কোন সীমারেখা।
ভালোবেসে যেন হই দিশাহারা।