🌿🥀ভালোবাসা অর্জন 🥀🌿🌿
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মনের সত্যিকারের ভালবাসা অর্জন করা''
তাই কখনো যে মানুষটা তোমাকে তার সেই
বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালবাসাটা দিয়ে দিল-তাকে গ্রহণ করো!
তাকে কখনো অবহেলা করবে না ।।
আপন মানুষটাকে ভালোবাসার চাদরে জরিয়ে রাখবে! দূরে ঠেলে দিবে না।।
দুরে ,ঠেলে দিলে
তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত !!
মনে রাখবে- তোমার চারপাশে ভালবাসার অভাব নাও থাকতে পারে,
তবে ,সত্যিকারের ভালবাসার এই পৃথিবীতে বড়ই অভাব....
আমি জানি তুমি ফিরবেনা আর ধরবেনা এ হাত!!
তবু অপেক্ষায় থাকি, থাকতে ভাল লাগে।।
তুমি হয়তো জানো না,
কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝে,অনেক আনন্দ আছে,
আছে একটা স্বস্তি !!
কারণ, অন্তত আর হারানোর ভয় থাকে না
সেই অপেক্ষার চিন্তার মাঝে !!
সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই-
ভালোবাসি!ভালোবাসি!!ভালোবাসি!!!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য,
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাঁচতে চাই,
আর একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
ভালোবাসি!ভালোবাসি!!ভালোবাসি!!!
অনেক বেশী ভালোবাসি তোমায়!