🌿🌿🥀ভালোবাসা🥀🌿🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹

ভালো বাসা?
সে তো বহুদূর
স্বপ্নের চে'ও দুর।

ভালো বাসা?
প্রশান্ত মহা-সাগরের
উত্তাল ঢেউ।

ভালো বাসা?
দুঃখের ঝড়
তান্ডবের লীলা খেলা।

ভালো বাসা?
কাঁঠ ফাঁটা রোদ্দুর
নেই তৃষ্ণার জল।

ভালো বাসা?
অঝর বৃষ্টির ধারা
তোলে আলোড়ন।
রচিত হয় কবিতা।

ভালো বাসা?
ভুল বানানে প্রিয়ার নাম লিখে
নীল খামে পাঠিয়ে দেওয়া ।

ভালো বাসা?
ক্ষণে ক্ষণে রঙ বদলায়
সাদা নীল আর কালোয়।

ভালো বাসা?
কথার কোনো শেষ না হওয়া
ফেরারী আসামী হওয়া।

ভালো বাসা?
সে তো বেদনার ঝুড়ি
আনন্দের গোধুলি।

ভালো বাসা?
অনাদর আর অবহেলা
এলো মেলো গল্প বলা।

ভালো বাসা?
লতা গুল্মের মতো জড়িয়ে রাখা
সবুজ হৃদয় খানা।

ভালো বাসা?
হৃদয়ের বাক্সে
না বলা কথা জমা রাখা।

ভালো বাসা?
হাত ধরে চুপি চুপি পথ চলা।
না বলা জমানো কথা গোপনে বলা।

ভালো বাসা?
অফুরন্ত পথ
এর শেষ হবে কি?
যেদিন শেষ হবে,
সেদিন জীবন থেমে যাবে।

ভালো বাসা?
মনের আঙ্গিনায় তুমি ছিলে
তুমিই থাকবে।

ভালো বাসা?
শুধু অনুভূতি
কখনো ফুরায় না যাহা।

ভালো বাসা?
বেঁচে থাকার প্রেরণা
জীবনের অন্ধকার মুছে ফেলা।

ভালো বাসা?
সেতো অধরা, শুভ্রতার ছায়া
হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়া।

ভালো বাসা?
রঙধনুর সাত রং
মনের জমিনকে রাঙিয়ে তোলা।

ভালো বাসা?
জলভরা একটা নদী
বয়ে চলে নিরবধি।

ভালো বাসা?
মান অভিমান
স্বপ্ন আর বেদনা
যায়না দেওয়া তার বর্ণনা।

ভালো বাসা?
বেনারসী শাড়ির মত
ন্যাপথলিন দিয়ে যত্ন করে রাখা।

ভালো বাসা?
সেতো অনেক কঠিন কাজ
সত্যি কারের ভালোবাসা !
যায় কি অর্জন করা ?

ভালো বাসা?
মানেনা বয়স,
মানেনা জাত কুল
হয়ে যায় অনেক ভুল।

ভালো বাসা?
সেতো বহুরূপী
কখনো আলোয় দেয় ভরে
কখনো অন্ধকার আসে নেমে।

ভালোবাসা ছাড়া ,থাকে না চোখ ভরা স্বপ্ন
থাকে না হৃদয় ভরা আনন্দ। যায়না লেখা গান গল্প, আসেনা ফাল্গুন, বসন্ত।