""তুমি মানে""
বেগম সেলিনা খাতুন

তুমি মানে ভালোবাসা
একটি গোলাপ পাঁপরি
হৃদয় জানে তুমি মোর পৃথিবী।

তুমি মানে শীতের বৃষ্টি
লেপ কাঁথার উম
তুমি বিহনে নয়ন ভেজা ঘুম।

তুমি মানে ঝিরঝিরে কুয়াশা
আগুন পোহানো ভোর
প্রণয়ে প্রণয়ে ভরপুর অন্তর।

তুমি মানে শুরু রাস্তা
হেলে দুলে হাটা
তোমার মাঝে ভীষণ উদারতা

তুমি মানে নীল জোসনা
গ্রহ নক্ষত্র খোঁজা
আকাশের নীলে তোমায় আঁকা।

তুমি মানে শীতের নরম পাতা
হাত বুলালেই শান্তি
তোমার স্পর্শেই পৃথিবী দেখি।

তুমি মানে দেখা হয় অবেলায়
হয় না কোন কথা বিনিময়
শুধু চার চোখের মিলন হয়।

তুমি মানে অভিমান জমে থাকা
হাত না ছুয়ে হৃদয় ছুঁয়ে দেখা
নিঝুম রাতে ভাবি বসে নিরালা।

তুমি মানে আছো হৃদয়ের সবটুকু জুড়ে
বাহু ডোরে রাখি আগলে তোরে
তোর হাসি যে হৃদয় কারে।