"""তুমি চিনে নিও """
***বেগম সেলিনা খাতুন ***
আষাঢ়ের বাদল দিনে ঝরে বর্ষণ দিনে রাত্রে,
এই ঘণ বরষায় কে আমায় স্মরণ করে।
বৃষ্টিতে ভিজে ভিজে খুঁজে ফিরো কাহারে?
আমি তো চিনিনা, তুমি কি চিনো মোরে?
বাহিরেতে ঝরছে বৃষ্টি,চলে এসো ঘরে,
কোথা থেকে এসেছো পরিচয় দাওতো মোরে!
চোখের ইশারায় বলোনা কথা,বলো কিছু মুখে,
দরজা খোলা রাখলে,বৃষ্টির পশলা যাবে ঘরে ঢুকে।
ঘর ছাড়িয়া বাহির হইছো কোন অজানায়,
আমার দুয়ারে এসেছো কেন, চেনো নাকি আমায়?
হাত বাড়িয়ে কেমনে দিব,বলে দাও চিনার উপায়,
তুমি মিশে আছো, নেশা ভরা বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
আকাশে নাই চান্দের আলো, অমাবস্যার রাত্রি,
থেকে থেকে দেয় বিজলী আলো, চমকে চমকে উঠি,
চেনা চেনা লাগে তোমায়, কোথায় যেন দেখেছি,
হৃদয়ের জানালায় হয়তো তোমায় রেখেছি।
তুমি কি মোর সেই ছোট্ট বেলার খেলার সাথী?
খেলেছি বুঝি তোমার সাথে চড়ুইভাতি!
মিলে মিশে অবেলাতে পুতুল পুতুল খেলেছি।
ভুলেই যেতাম সময়ের কথা,নেমেছে আধাঁর রাতি।
আকাশ মেঘে মেঘে হয়েছে কত কালো,
বিজলীর আলোয় হাতটি আমার শক্ত করে ধরো।
তোমারে চিনি নাই, তুমি চিনে নিও,
ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও।