তুমি আসবে যেদিন -
সেদিন শীতের শীতল ছোঁয়ায়
ভোরের মিষ্টি আলোয় বসে, পাখির কিচিরমিচির শুনবো।
বাগানের লাল গোলাপ দু'জনে মিলে তুলবো।
তুমি আসবে যেদিন -
সেদিন ভোরের আলো ফোটার পূর্বে
ঘুম ঘুম চোখে, জেগে উঠে নতুন আশায় বাড়িয়ে দেবো হাত।
চোখটা খুলে,দুজনে মিলে আনবো ডেকে নতুন প্রভাত।
তুমি আসবে যেদিন -
সেদিন নিশি ভোর হবে
আঁধারের পর আসবে নতুন সূর্য
সকালের মিষ্টি রোদ দু'জনে করবো স্পর্শ ।
তুমি আসবে যেদিন -
ভোরের পাখিরা গাইবে গান
রাখালিয়া বাজাবে বাঁশি
আমরা দু'জন বাঁশির সুরে হবো উদাসী।
তুমি আসবে যেদিন -
সেদিন ভোরের শীতল সাগরে
তুমি আমি দুজনে মিলে ডিঙ্গি ভাসিয়ে করবো ভ্রমন
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ ভিজিয়ে দেবে মন।
তুমি আসবে যেদিন -
সেদিন ফজরের আযানের ধ্বনিতে মুখরিত হবে ভোর
ভালবাসার বন্ধনে, গড়বো মোরা নতুন তাজমহল
ফুলের মতো সুরভিত করে ভরিয়ে দেবো মন।