""" তুমি """
"""""""""""""""

তুমি সুন্দর নও,কী ভাবে বলে!
তোমায় রেখেছি হৃদয়ের গহীন অতলে!
পুব আকাশের ভোরের রবি তুমি, বিকেলের গোধূলির আলো তুমি,
মনের মধ্যে অপূর্ব এক শিহরণ জাগালে!
তুমি যে জীবনে মরণে বেঁধেছো আমায়,
নয় এখন আমার একাকিত্বের ভয়,
নদীর কল কল শব্দ তুমি,
শুন্য হৃদয় খানি ভেঙ্গেছে নিরবতা!
স্বপ্ন বিহীন ঘুম চোখের পাতায়,
নেই তার গভীরতা।
লাজুক লাজুক চোখে দেখি,  
প্রেম বিরহ ,আনন্দের মাঝে,
পৃথিবী কী? তার চেয়েও দামি তুমি!
জোছনা রাতের জোছনার আলো,
যেওনা তুমি, বেসেছি অনেক ভালো।
ঝিরঝিরে দক্ষিণা বাতাস,
শিশির ভেজা দুব্বা ঘাস,
খালি পায়ে আল পথে চলি !
তোমার হাত খানা হাতেতে ধরি!
তুমি সুন্দর নও,কী ভাবে বলে,
তোমায় রেখেছি, হৃদয়ের গহীন অতলে!!!

বেগম সেলিনা খাতুন
প্রিন্সিপাল,
ম্যরীগোল্ড ইন্টারন্যাশনাল হাই স্কুল
১১/০৯/২০১৯।