🌿🌹তোমায় কত ভালোবাসি 🌹🌿
🥀🥀বেগম সেলিনা খাতুন 🥀🥀
তোমায় কত ভালোবাসি, হৃদয় আমার জানে
তোমায় পেলে রাখবো আমার বুকের সিংহাসনে।।
ক্ষণিকের দুনিয়াতে না পাই যদি তোমায়
পর জনমে খুঁজবো আমি
রইলাম সেই আসায়
সেই আসাতে খুঁজে নিবো
আমার প্রেমের টানে।।
তোমায় কত ভালোবাসি, হৃদয় আমার জানে
তোমায় পেলে রাখবো আমার বুকের সিংহাসনে।।
কত আশা কত স্বপ্ন ,মনটা আমার জানে
জীবনে মরণে তুমি আছো জাগরণে
দিবা রাত্রি সে যে স্বপ্ন
জাগে ক্ষণে ক্ষণে।।
তোমায় কত ভালোবাসি, হৃদয় আমার জানে
তোমায় পেলে রাখবো আমার বুকের সিংহাসনে।।