**** তোমায় পাওয়াতে ****
**** বেগম সেলিনা খাতুন ***
সেই দিন পূর্ণিমার চাঁদ ছিল আকাশে,
ফাল্গুনের হাওয়া বইছিল বাতাসে।
তোমায় নিয়ে ভাবনা ছিল মনেতে,
ভাল লাগছিল তোমায় পাওয়াতে।
সেই রাতে গান ছিল হৃদয়ে,
সুর ছিল আকাশে বাতাসে।
ঐ দু'টি হাত ছিল হাতেতে।
মন ছিল আনন্দে,তোমায় পাওয়াতে।
যে কথা বলেছিলে আমাকে,
ভোলা কী যায় সেই স্মৃতি কোনদিনে।
ঝরছিল বৃষ্টি মনের আকাশেতে,
আনন্দে ভাসছিলাম চোখের জলেতে।
ভিখারি হয়েছি তোমার ভালবাসার জন্য,
স্মৃতি কী ভোলা যায়, সে যে ভালোবাসার অনন্য।
একা একা জ্বলে প্রদীপ তোমারই জন্য ।
তুমি নেই ,তুমি নেই , হৃদয় হয়েছে শূন্য।