""""""" তুমিতো চলেই গেলে """""""
বেগম সেলিনা খাতুন
১৮/০৯/১৯
==============
তুমিতো চলেই গেছো, কোথায় আছো, কেমন আছো
জানাইতে কি তোমার মানা!
ভালো থেকো সুখে থেকো, পত্র দিও একখানা।
আজ বিকালে আমায় নিয়ে, যাইতে হবে রমনা
আসতে যদি হয় দেরী, পত্র দিয়ো একখানা।
নিশি যখন ভোর হবে, শিউলি ফুলের গাথবো মালা,
পথের ধারে থাকবো বসে, পড়াবো তোমায় সেই মালা।
আসতে যদি হয় দেরী, পত্র দিয়ো একখানা।
দুপুর বেলায় কলসি কাঁখে, থাকবো বসে পুকুর ঘাটে,
থাকবো চেয়ে পথ খানা,
আসতে যদি হয় দেরী, পত্র দিয়ো একখানা।
আমায় না হয় ভালো বেসে ভুল করেছে তোমার ,মনখানা।
মনের আবার দোষ কী তাতে, মনের তো আর যত্ন নাওনা।
আসতে যদি হয় দেরী, পত্র দিয়ো একখানা।
আমি তো তোমায় ভালোই বাসি, জীবন আমার একটাই,
তোমায় ছাড়া করলে সংসার, হবে সেটা জেলখানা।
আসতে যদি হয় দেরী পত্র দিয়ো একখানা।
কোথায় আছো, কেমন আছো, জানাইতে কি তোমার মানা।
আসতে যদি হয় দেরী পত্র দিয়ো একখানা।