""" অভিমানী প্রেম """
        *********************
          বেগম সেলিনা খাতুন / ২০/০৩/২০২০

কোন একদিন আষাঢ়ের বৃষ্টির ক্ষণে,
ছাতা মাথায় দাঁড়িয়ে থাকবো তোমার পথ পানে।
মধ্য গগন যখন অন্ধকার হবে কালো মেঘে,
অভিমানী প্রেম ভাসবে তখন ডানামিলে।

সুবাস ছড়াবে যখন গোলাপ বেলি চামেলি,
কম ছড়াবেনা হাসনাহেনা কামেনী শেফালী।
তোমার সুবাস হাজার ফুলের চেয়েও দামি,
দাওনা দু'হাত ভরে তোমার প্রেমের অঞ্জলি।

আমি দীর্ঘ প্রতিক্ষায় গুমরে গুমরে কাঁদবো,
তোমাকে আমার কবিতার শিরোনাম করে রাখবো।
এই কবিতা খানি, শেষ করতে পারবো না জানি,
অসমাপ্ত কবিতার শেষ লাইনটা বলে দাও না শুনি।

ভাবছো বসে বলবে কি?
হুমম, পারিনাতো তোমার মতো!
করি শুধু আঁকি ঝুঁকি,
আমায় তুমি ক্ষমা করো।

সন্ধ্যা নামে, জোনাকি দেয় আলো জ্বালিয়ে,
গান ধরে যে মধুর সুরে গুন গুনিয়ে।
আমিও প্রকাশ বিহীন প্রেম করি,
মনের অজান্তেই তোমার হাত খানা হাতেতে ধরি।

মিথ্যে বলে দাও কেন শান্তনা ,
মনের ঘরে আঁকাওনিতো আলপনা।
মন যে আমার থাকে এলোমেলো,
অভিমানী প্রেম অন্ধকার কেন?
জ্বালাও তোমার আলো। ।