🌹🌹🌿শুপ্রভাত 🌿🌹🌹
🏵🏵বেগম সেলিনা খাতুন 🏵🏵
আমি জানতাম তুমিই আমার ভোরের পাখি,
তোমার কলরবে প্রতিদিন ঘুম থেকে জাগি।
আজ কেন ভুলে গেছো তুমি শুপ্রভাত বলতে,
বার বার খুজে ফিরি, তোমার মিষ্টি ডাক শুনতে।
আজ তুমি নয়, তোমার ভোরের পাখি ডাকছে তোমায়,
চোখটা মেলে দেখ, মধুর সুরে আজান শোনা যায়।
উঠো উঠো নামাজ পড়,সকল মমিন মুসলমান,
সুন্দর হোক আজকের ভোর,সুন্দর হোক প্রতিটি সকাল ।
নিশি যখন ভোরের আলো খোঁজে,
শুক তারা গুলো নিভাই আলো, পৃথিবী থেকে।
নতুন একটি দিন দেয় পৃথিবীকে উপহার।
অভিমান ভুলে গিয়ে তোমায় জানাই সুপ্রভাত।
আসবে আবার নতুন প্রভাত, আসার আলো নিয়ে,
নতুন আশা নতুন আলো, বাসবো আমি তোমায় ভালো।
শীতের শীতল ছোঁয়ায় ঘুম ঘুম চোখে,
শিশিরে ভিজবো, আমরা দু’জনে মিলে।
সকালের মিষ্টি রোদ একটু গায়ে মেখো,
ভোরের শিশিরে হাত বুলিয়ে শুভ সকাল বলো।
বলবো তোমায় শুভ হোক তোমার প্রতিদিন,
নতুন দিনে নতুন স্বপ্ন নিয়ে, থেকো অমলিন।
সকাল মানে আরেকটা দিন পেলাম উপহার,
সকাল মানে ছাদ বাগানে নতুন ফুলের সমাহার।
হাত বাড়িয়ে গোলাপ হাতে বলো শুপ্রভাত,
সোনালী রোদে মিষ্টি আলোয় বাড়িয়ে দাও হাত।।।