***** শূন্যতা *****
    বেগম সেলিনা খাতুন
      19/11/19
কার জন্যে যে বুকের মধ্যে শূন্যতা ভর করেছে ?
নিস্তব্ধ রাতে ঝিঁঝিঁ পোকা বিরহের সুরে গান ধরেছে ।।
মধ্যরাতে গান শুনে, অশ্রু জলে বুক ভাসে।।
অমানিশার রাতে কল্পনায় যে মুখটি ভেসে উঠে ।
সে মুখটি জীবনের দুর্যোগের আভাস দেয়।
সেই মুখটিই আবার আশার আলো জ্বেলে দেয়।
প্রভাতে আবীর রং ঢেলে দিয়ে সুবাস ছড়ায়,
তাকে পেলে মোর শূন্যতা আর থাকবে না।
সে তো আমার জীবনের ভাবনার মোহনা।
আনন্দের বার্তা নিয়ে সেই তো আসবে !
এ জীবন পূর্ণ করবো তাকেই ভালোবেসে।