সুখের জীবন
বেগম সেলিনা খাতুন

তোর জীবনটা ভীষণ সুখের
তোকে দেখেই বুঝি
আমার দুঃখের মাঝেও আমি
হাসির আলো মাখি।

দুঃখ গুলো সব এখন
গোপন করে রাখি
তোর সুখের সুবাস আমায়
দেয়না যেন ফাঁকি।

তোর ছোঁয়ায় পাইযে আমি
অন্ধকারে আলো
বুক পকেটের স্মৃতি গুলো
বাসি অনেক ভালো।